প্রকাশিত: Tue, Apr 2, 2024 12:19 AM
আপডেট: Mon, May 13, 2024 6:31 PM

[১]সিলেটে শিলাবৃষ্টিতে ঘরবাড়ি ও ফসলের ব্যাপক ক্ষতি

আশরাফ রাজু, সিলেট: [২] সিলেট শহরসহ  জেলাসহ জেলার বেশ কিছু এলাকায়  রোববার রাত ১০ টা থেকে ১৫ থেকে ২০ মিনিট সময় ধরে এ শিলাবৃষ্টি হয়। এত বড় শিলা পড়তে আগে দেখেননি কেউ। কোথাও কোথাও আধাকেজি ওজনের শিলাও বর্ষিত হয়েছে।

[৩] রাস্তায় চলাচলা করা বিভিন্ন গাড়ির গ্লাসও ভেঙে যায় শিলাবৃষ্টিতে। কারও কারও বাসার টিনের চালা ফুটো ও জানালার কাঁচের গ্লাস শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়। আহত হয়েছেন খোলা জায়গায় ও রাস্তায় অবস্থান করা কেউ কেউ।

[৪] এদিকে হঠাৎ করে শিলাবৃষ্টি শুরু হওয়ায় সিলেটের রাস্তায় থাকা সাধারণ মানুষ, পথচারী ও ঈদের কেনাকাটায় যাওয়া লোকজন বিপাকে পড়েন। 

[৫] বেশ কয়েকটি গাড়ির সামনের গ্লাস শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত  হয়েছে। চৌহাট্টা এলাকায় পার্কিং করে রাখা সিলেট জেলা পরিষদের সদস্য সুভাষ দাসের প্রাইভেটকারে শিলা পড়ে।

[৬] গাড়ির পেছনে কাচ ভেঙে গেছে। শিলাবৃষ্টির কারণে কেউ কেউ আহত হয়েছেন বলেও খবর পাওয়া যায়।সম্পাদনা : মুরাদ হাসান